XI Admission

এইচএসসি ভর্তি পোর্টাল ২০২৫ | সকল পর্যায়ের আবেদনের তারিখ ও বিস্তারিত গাইড

এইচএসসি ভর্তি পোর্টাল ২০২৫ সকল পর্যায়ের তারিখ

গুরুত্বপূর্ণ তথ্য: ২০২৫ সালের এইচএসসি ভর্তি প্রক্রিয়া তিনটি পর্যায়ে সম্পন্ন হবে। আবেদন ফি ২২০ টাকা এবং প্রাথমিক নিশ্চয়তা ফি ৩৩৫ টাকা

আপনি স্বয়ংক্রিয়ভাবে ভর্তি পোর্টালে রিডাইরেক্ট হচ্ছেন: 05:00

ভর্তি প্রক্রিয়ার পর্যায়সমূহ

প্রথম পর্যায়ের আবেদন আবেদন ফি: ২২০ টাকা

আবেদনের তারিখ: ৩০ জুলাই ২০২৫ থেকে ১১ আগস্ট ২০২৫

কলেজ পছন্দ: প্রথমবার ৫টি কলেজ নির্বাচন করতে পারবেন

দ্বিতীয় পর্যায়ের আবেদন আবেদন ফি: 000 টাকা

আবেদনের তারিখ: ২৩ আগস্ট ২০২৫ থেকে ২৫ আগস্ট ২০২৫

কলেজ পছন্দ: অতিরিক্ত ১০টি কলেজ নির্বাচন করতে পারবেন

তৃতীয় পর্যায়ের আবেদন আবেদন ফি: 000 টাকা

আবেদনের তারিখ: ৩১ আগস্ট ২০২৫ থেকে ০১ সেপ্টেম্বর ২০২৫

কলেজ পছন্দ: আরও ১০টি কলেজ নির্বাচন করতে পারবেন

ভর্তি প্রক্রিয়ার ধাপসমূহ

1 সাইন আপ প্রক্রিয়া

  1. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট এ যান
  2. আপনার এসএসসি রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিন
  3. বোর্ডের নাম সিলেক্ট করুন
  4. আপনার নিজের বা পিতা-মাতার মোবাইল নম্বর দিন
  5. সাইন আপ বাটনে ক্লিক করুন
  6. মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন কোড আসবে
  7. সেই কোডটি ওয়েবসাইটে প্রবেশ করান
  8. সাইন আপ সম্পন্ন হলে একটি রেজিস্ট্রেশন নম্বর দেখাবে

2 লগইন প্রক্রিয়া

  1. আপনার প্রাপ্ত রেজিস্ট্রেশন নম্বরটি কপি করুন
  2. ওয়েবসাইটের লগইন অপশনে যান
  3. রেজিস্ট্রেশন নম্বরটি পেস্ট করুন
  4. মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে পাসওয়ার্ড আসবে
  5. সেই পাসওয়ার্ডটি প্রবেশ করান
  6. লগইন সম্পন্ন হলে ড্যাশবোর্ডে যেতে পারবেন

3 আবেদন ফি পরিশোধ

  1. লগইন করার পর প্রথমে আবেদন ফি পরিশোধ করতে হবে
  2. ফি পরিশোধের অপশনে ক্লিক করুন
  3. আবেদন ফি: ২২০ টাকা (One Time)
  4. বিকাশ, নগদ, রকেট বা অন্যান্য মোবাইল ব্যাংকিং মাধ্যমে পরিশোধ করুন
  5. সফলভাবে ফি পরিশোধ হলে একটি কনফার্মেশন মেসেজ পাবেন

4 আবেদন ফর্ম পূরণ

  1. ফি পরিশোধের পর আবেদন ফর্ম পূরণের অপশন চালু হবে
  2. ব্যক্তিগত তথ্য সঠিকভাবে পূরণ করুন
  3. পিতা-মাতার তথ্য দিন
  4. পছন্দের কলেজ নির্বাচন করুন (প্রথম পর্যায়ে ৫টি, পরবর্তীতে ১০টি করে)
  5. সব তথ্য চেক করে সাবমিট করুন
  6. আবেদন ফর্মের প্রিন্ট কপি ডাউনলোড করে রাখুন

5 প্রাথমিক নিশ্চয়তা ফি

  1. চান্স পাওয়ার পর প্রাথমিক নিশ্চয়তা ফি দিতে হবে
  2. ফি: ৩৩৫ টাকা
  3. একই মোবাইল ব্যাংকিং মাধ্যমে পরিশোধ করুন
  4. ফি পরিশোধের পর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

পর্যায় শুরু তারিখ শেষ তারিখ ফি
প্রথম পর্যায় ৩০ জুলাই ২০২৫ ১১ আগস্ট ২০২৫ ২২০ টাকা
দ্বিতীয় পর্যায় ২৩ আগস্ট ২০২৫ ২৫ আগস্ট ২০২৫
তৃতীয় পর্যায় ৩১ আগস্ট ২০২৫ ০১ সেপ্টেম্বর ২০২৫
প্রাথমিক নিশ্চয়তা ফি চান্স পাওয়ার পর ৩৩৫ টাকা

গুরুত্বপূর্ণ লিংক

0 মন্তব্যসমূহ