মানুষের জীবনের সুখ দুখ নিয়ে কিছু কথা

মানুষের জীবনের সুখ-দুঃখ

মানুষের জীবনে সুখ-দুঃখ, হাসি-কান্না, পাওয়া-না পাওয়ার দোলাচলে সময় সবসময় একরকম থাকে না।

কখনো দিন থাকে আলোয় ভরা, আবার কখনো আকাশ ঢেকে যায় কালো মেঘে।

ঠিক তখনই চেনা যায় প্রকৃত মানুষটিকে—যে কঠিন সময়ে এগিয়ে আসে, পাশে দাঁড়ায়, জড়িয়ে ধরে।

এমন একজন মানুষের ভালোবাসা, সহানুভূতি ও উপস্থিতি কোনো অর্থমূল্যেই পরিশোধ করা যায় না।

কঠিন সময়েই প্রকৃত সম্পর্কের পরীক্ষা হয়।

কিন্তু যখন জীবন ভেঙে পড়ে, তখন যে মানুষটি নির্দ্বিধায় এসে জড়িয়ে ধরে—তাকে চেনা যায় ভালোবাসা দিয়ে।

0 মন্তব্যসমূহ