**“এক রূপসীকে হৃদয়ে ধারণ করিয়াছিলাম।
যখন তাহাকে আপন করিয়া পাইয়াছিলাম,
তখন ভেবেছিলাম—
অবশেষে তাহার অন্তরে আমার প্রতি অনুভূতি জাগিয়াছে,
আর আমার প্রেমের কাছে পরাজিত হইয়াই
সে আমার অনুরাগ গ্রহণ করিয়াছে।
কিন্তু হায়!
সে যে অন্যের প্রতি অভিমানবশে
আমার প্রস্তাবে সম্মত হইয়াছে,
ইহা আমি কিঞ্চিৎমাত্রও জানিতাম না।
এখন আমি কি করিব?
0 মন্তব্যসমূহ
please keep this comments...