পৃষ্ঠাসমূহ

Translate

আমাদের সাইটে আপনাকে স্বাগতম। আমাদের সাইটের ডিজাইন এর কাজ চলছে। এবং নিয়মিত পোস্ট হচ্ছে। যে কোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ এর জন্য Email করুন এই ঠিকানায়ঃ mdrommanulislam@gmail.com ধন্যবাদ।

শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

আমারও একটা তুমি ছিলে জানো

আমারও একটা তুমি ছিলো জানো

Writer Roman Ahmed

 আমারও একটা তুমি ছিল জানো,কিন্তু আমি তোমার হতে পারিনি।
অনেক ভালোবেসেও তোমার ভালো বাসা পাইনি।
রোজ তুমি আমায় কষ্ট দিতে। 
আর তোমার দেয়া কষ্ট গুলো আমায় খুব কাঁদাত। 
হয়ত তোমার বিশ্বাস হচ্ছেনা তবে হ্যাঁ আমিও কাঁদতাম আড়ালে। 
কিন্তু তুমি বার বার যত কষ্ট দিতা।চোখের জল গুলো ধীরে ধীরে তত শুকিয়ে আসছিলো। 
তোমার রোজ কার অবহেলা আর দূরে সরিয়ে রাখার প্রবনতা ধীরে ধীরে আমায় প্রায়শ অশ্নহিল করে দিয়ে ছিল। 
তবে চোখের জল ফুরিয়ে এলেও বুকের ব্যথাটা শুধু বেড়েই যাচ্ছিল। 
ভাবতাম একদিন তুমি বুঝবে, আমাকে কাছে টেনে নিবে,কিন্তু সেদিন আর কখনোই এলোনা। 
একদিন তুমি অনেক কথা শুনিয়ে সকল বাধন ভুলে হাতটা একে বার ছেড়েই চলে গেলে। 
হৃদয়টা একেবারে টুকরো টুকরো হয়ে গিয়েছিল সেদিন আর তোমার প্রত্যেকটা কথা পেরেকের মত হয়ে বিধে ছিল বুকে বেঁচে থাকার সকল স্বপ্ন যেন মিথ্যে হয়ে গিয়ে ছিল কয়েক মুহুতের ব্যবধানে।
খুব কষ্ট হচ্ছিলো জানো।
দীঘকাল হয়ত মৃত্য যন্ত্রনার স্বাদই পাচ্ছিলাম তবে আমি হার মানিনি, যার জন্য এতো কষ্ট করলাম সেই মানুষটাই যখন কষ্ট দিয়ে চলে যাবে তবে তোমার জন্য কেন আজীবন কষ্ট সহ্য করে যাবো আমি।
বিশ্বাস করো নিজেকে এসব বোঝানো আর ভাঙ্গা টুকরোর হৃদয় নিয়ে পথ চলাটা যে কত কঠিন ছিল তা শুধু আমিই জানি।
আর মজার বিষয় হচ্ছে অনুভৃতি গুলোর সাথে লড়াই করতে করতে ঠিক যে সয়টা নিজেকে একে বার গুছিয়ে নিয়ে ছিলাম। 
একা কিত্ততা আর স্বাথপর তাকে আপন করে নিয়ে ছিলাম।
হঠাৎ তখনই আমার শুন্য আকাশে পূনিমার চাঁদ হয়ে এলে তুমি। 
ফিকে হয়ে যাওয়া সকল স্বপ্ন গুলো নতুন করে বাঙ্গিয়ে দিবে। কখনও ভাবতে পারিনি ভাঙ্গা হৃদয়ের অবহেলিত মানুষটা কেও কেও আপন করে নিতে পাবেনা।
কেও আমার ভালো থাকার কথা ভাববে।কথা গুলো তোমাকে কখনো বলতে চাইনি তবে আজ বলবো। 
হয়তো তোমার কথাই সারাদিন ভাববো।
কথা গুলো তোমাকে কখনো বলতে চাইনি তবে আজ বলবো। 
হয়তো তোমার কথাই সারা দিন ভাবি, তবে কখন ভালবাসি বলতে চাইনি। 
হয়তো তোমার আমার সমস্ত পৃথিবী এখন তোমাকে ঘিরেই।
তবু তোমাকে খুব কাছে বুকে জড়িয়ে নিতে পারি না। 
শুধু এই ভয়ে যদি তুমি হারিয়ে যাও।হারিয়ে ফেলার কষ্ট সহ্য করার মতন ক্ষমতা যে আমার আর নেই ছকে বাধা জীবনটা কোন রকম কেটে যাচ্ছিলো তবে কোথায় যেন একটা অপূনতা অনুভূত হতো তোমায় পেয়ে সেই অপুনতা টাই যেন হারিয়ে গেছে।
তবে ইদানিং তোমায় হারিয়ে ফেলার ভয় প্রতিরাতে আমার ঘুম কেরে নিচ্ছে।
আচ্ছা যদি সাহস করে বলে ফেলি ভালো বাসি তুমিও ছেড়ে যাবে।
অচেনা তারার ভিড়ে হারিয়ে যাবে না কি হাতে হাত রেখে যাবে এই স্বাথপরটার জীবনে।

THE END

x

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন