পৃষ্ঠাসমূহ

Translate

আমাদের সাইটে আপনাকে স্বাগতম। আমাদের সাইটের ডিজাইন এর কাজ চলছে। এবং নিয়মিত পোস্ট হচ্ছে। যে কোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ এর জন্য Email করুন এই ঠিকানায়ঃ mdrommanulislam@gmail.com ধন্যবাদ।

শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

কবিতাঃ মনের কথা

কবিতাঃ মনের কথা



মনের কথা বলিবলি করেও

তোমায় বলা আর হলো না ,

বলতে গেলেই ভয় হয় যদি

করো ছলনা ওগো ললনা ।


ওগো প্রিয়তমা ভুল বুঝে

আমায় ছেড়ে দূরে যেওনা ,

মুখ ফিরিয়ে আর থেকনা

কষ্ট আমায় আর দিওনা ।


আমি তোমার মন পেতে চাই

কোন ছল চাতুরী চাইনা ,

সত্যিকারের প্রেম চাই আমি

বিরহে কাতর যেন হইনা ।


THE END

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন