কবিতাঃ মনের কথা |
মনের কথা বলিবলি করেও
তোমায় বলা আর হলো না ,
বলতে গেলেই ভয় হয় যদি
করো ছলনা ওগো ললনা ।
ওগো প্রিয়তমা ভুল বুঝে
আমায় ছেড়ে দূরে যেওনা ,
মুখ ফিরিয়ে আর থেকনা
কষ্ট আমায় আর দিওনা ।
আমি তোমার মন পেতে চাই
কোন ছল চাতুরী চাইনা ,
সত্যিকারের প্রেম চাই আমি
বিরহে কাতর যেন হইনা ।
THE END
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন