কবিতাঃ ভালোবাসা নাকি মোহ
রোমান আহমেদ
হঠাৎই যখন আপনাকে দেখি,
কি এক অদ্ভুত মুগ্ধতা আমায় পেয়ে বসে।
আপনার সে মায়া ভরা চাহনি, ঠোঁটের কোনের সে
মন ভোলানো হাসিতে আমি বার বার নিজেকে হারাই!
আপনার সে হাসি-হাসি মুখ দেখতেই যেন
হৃদয়ে বরফ জমা শত অভিমান গলতে শুরু করে।
হুট করেই যেন সব মন খারাপেরা উড়ে যায়,
হারিয়ে যায় বিশাল আকাশের নীলের ভিড়ে!
শত অভিযোগেরা কাগজের নৌকার মতন
ভাসতে ভাসতে হারিয়ে যায় আপনার
চোখ দুটোর মায়া ভরা সমুদ্রের অতল গভীরতায়।
আপনার অনুপস্থিতিতেও আপনি
আমার সবটা জুড়েই থাকেন।
আপনার মুখের উচ্চারিত প্রতিটি শব্দ
যেন প্রতিধ্বনি হয়ে ফিরে আসে।
চোখ বুজলেই মনে হয়,
এইতো আপনি আমার পাশেই আছেন,খুব কাছে।
ঠিক যতোটা কাছাকাছি থাকলে অপর পাশের
মানুষটার প্রতিটি শ্বাস-প্রশ্বাস অনুভব করা যায়!
আমি যেন রোজ নিয়ম করে
নতুন ভাবে আপনার প্রেমে পড়ছি।
আমার মনের ক্যানভাসে রং তুলির আঁচড়ে
আনমনে আপনাকেই আঁকছি বারেবার।
মনের মণিকোঠায় রোজ নিত্য নতুন স্বপ্ন বুনছি।
আপনার প্রতি অনুভূতি গুলোও আজ
মানছে না কোন ধরাবাঁধা নিয়ম!
প্রিয়,
আমার এতো শত মুগ্ধতা,
ভালোলাগার আবেশ,অজানা সব অদ্ভুত
অনুভূতিদের কি নাম দিব বলুন তো!
এ-কি ভালোবাসা,যা রয়ে যাবে চিরকাল।
নাকি মোহ,কিছু স্মৃতি জমা রেখেই যা
সময়ের সাথে ফুরিয়ে যায় ধিরে ধিরে!
0 মন্তব্যসমূহ
please keep this comments...