**তোমারে পেয়ে গেলে সালার বিরাট সমস্যা হয়ে যাইতো
সব কথা তােমারে বলা লাগতাে, লেখার মতােন কিছুই পাইতাম না।
দুপুরে হয়তাে তােমারে পাইতাম ঠিকই কিন্তু ছারখার করা দুপুর পাইতাম না।
পুরা বিকাল হয়তাে তােমার লগে হাঁটা লাগতাে, বিকালের বিষাদ পাইতাম না।
সারারাত তােমার লগে ফুসফুস করে কথা বলা লাগতাে, রাত আর আমারে পাইতাে কই
তােমারে পেয়ে গেলে আক্ষেপ করার মতাে আর কিছুই থাকতাে না,
আক্ষেপের অভাবে ফাঁকা ফাঁকা লাগতাে।
তােমার দিকে তাকাইলে তােমার চোখেই ডুইবা যাইতাম, পিঙ্ক ফ্লয়েডে আর ডুবা হইতাে না।
তােমার ভালােবাসা পেয়ে গেলে চায়ের কাপের ভালােবাসা হয়তো একটু কম কম লাগতাে।
তােমারে পেয়ে গেলে তােমারে না পাওয়ার কষ্ট পাওয়া হইতাে না,
তখন ছােট খাটো কষ্ট গুলা শালা জ্বালায়ে মারত
কাছে থাইক্যা তােমার সৌন্দর্য দেইখ্যা ফেললে হয়তাে নর্দার্ন লাইটরে টর্চলাইট মনে হইতাে।
তােমার চুমু পেয়ে গেলে খাবার দাবার সব তিতা লাগতাে
চিকনা শইলে আরাে অপুষ্টিতে ভুগতাম।
তােমারে পেয়ে গেলে আর কোনাে কিছুর পরােয়া করতাম না,
তখন জগত সংসার ছারখার হয়ে যাইতে পারতাে
তাই তােমারে পেয়ে গেলে আসলেই শালার বিরাট সমস্যা হয়ে যাইতাে ।।**
0 মন্তব্যসমূহ
please keep this comments...