নিঃসঙ্গতা

নিঃসঙ্গতা হলো আত্মার নির্জন আহার। যখন তুমি নিঃসঙ্গ হও, তখন প্রকৃতপক্ষে তুমি নিজের সবচেয়ে কাছের সঙ্গী। চারপাশে শত কণ্ঠের কোলাহলে আত্মা যখন হারিয়ে যায়, তখন নিঃসঙ্গতা তাকে আবার নিজের কাছে ফিরিয়ে আনে।


যে মানুষ নিঃসঙ্গতাকে ভয় পায়, সে কখনো নিজের গভীরে পৌঁছাতে পারে না। নিঃসঙ্গতা সেই আয়না, যেখানে তুমি তোমাকে পুরোপুরি দেখতে পাও—মুখোশহীন, নির্মল, প্রকৃত তুমি। তাই নিঃসঙ্গতাকে দুঃখ ভেবে ত্যাগ করো না, তাকে ভালোবাসো। তাকে আলিঙ্গন করো। সে তোমাকে তোমার মধ্যে ফিরিয়ে দেবে।






0 মন্তব্যসমূহ