সময় নিয়ে কিছু কথা

 দুনিয়াতে অনেক মানুষ আছে যারা কিনা তাদের মনের কথা প্রিয় মানুষটাকে সঠিক সময়ে বলতে না পারার কারনে, অনেকেই তাদের জীবন থেকে হারিয়ে গিয়েছে।


আপনি দেখবেন আপনার লাইফে হঠাৎ করেই কেউ একজন আসবে, আপনার অগোছালো জীবনটাকে গুছিয়েও দিবে, আপনাকে মায়ায় জড়িয়ে ফেলবে। একটা সময় আপনারও তাকে ভালো লাগতে শুরু করবে, কিন্তু আপনি আপনার এই ভালো লাগার কথাটা কখনোই মুখ ফুটে বলতে পারবেন না!


সময় যেতে থাকবে, আপনি আরও বেশি করে তার মায়ায় পড়তে থাকবেন। একদিন দেখবেন, আপনার এই না বলা কথা বলতে না পারার জন্যই তার লাইফে হঠাৎ করেই কেউ চলে আসবে! আপনার এই না বলা কথা, না বলা ভালোলাগা - ভালোবাসা, না দেখানো মায়া, একদিন অন্য কেউ দেখাতে শুরু করবে।


আর তখন আপনাকে যে একদিন আগলে রেখেছিলো সে আস্তে আস্তে আপনার জীবন থেকে দূরে যাওয়া শুরু করবে। আপনি বুঝতেও পারবেন না সে অন্য কারো হয়ে গেছে! এমনটাই হয়, হেয়েছিলো, এখনো হচ্ছে!





0 মন্তব্যসমূহ