কাব্যিক

 আমি দূর হতে তোমাকেই দেখেছি,

নীরব দৃষ্টির রেখায় লুকায়িত এক অব্যক্ত সন্ধিক্ষণে।

জন্মান্ধ প্রত্যাশার নিবিড় ছায়ায় তুমি ছিলে আলোর বিভা,

যার চোখে অনুচ্চারিত আর্তি, হৃদয়ে গহিন ব্যাকুলতা।


শব্দহীন অভিপ্রায়ে যে প্রণয় জাগে, তা-ই তো ছিল আমার,

বহমান নিরাসক্ত সময়ে একান্ত সংবেদনার অবশেষ।

তুমি ছিলে অতল জিজ্ঞাসার এক মৌন প্রতিমা,

আমি ছিলাম—অভিপ্রায়হীন অপেক্ষার এক নির্বাক দর্শক।

0 মন্তব্যসমূহ