বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
ভূমি বিষয়ক নিম্নের তথ্যাবলী প্রত্যেকেরই জানা উচিত!
বুধবার, ৩১ মে, ২০২৩
SMS এর মাধ্যমে সকল Results:
পিএসসি (PSC) রেজাল্ট এর জন্য SMS নিয়ম
DPE < space > THANA/UPAZILA CODE NUMBER < space > PSC ROLL NUMBER
এরপর সেন্ড করুন ১৬২২২ নাম্বারে
ইবতেদায়ী (EBT) রেজাল্ট এর জন্য SMS নিয়ম
EBT < space > Thana/Upazila Code Number < space > PSC Roll Number
এরপর সেন্ড করুন ১৬২২২ নাম্বারে
জেএসসি (JSC) রেজাল্ট এর জন্য SMS নিয়ম
JSC < space > 1st three letters of Education Board Name Roll < space > Year
এরপর সেন্ড করুন ১৬২২২ নাম্বারে
জেডিসি (JDC) রেজাল্ট এর জন্য SMS নিয়ম
JDC < space > MAD Roll < space > Year
এরপর সেন্ড করুন ১৬২২২ নাম্বারে
এসএসসি (SSC) রেজাল্ট এর জন্য SMS নিয়ম
SSC < space > 1st three letters of Education Board Name < space > Roll <space> Year
এরপর সেন্ড করুন ১৬২২২ নাম্বারে
এইচএসসি (HSC) রেজাল্ট এর জন্য SMS নিয়ম
HSC < space > 1st three letters of Education Board Name < space > Roll <space> Year
এরপর সেন্ড করুন ১৬২২২ নাম্বারে
দাখিল (DAKHIL) রেজাল্ট এর জন্য SMS নিয়ম
DAKHIL < space > MAD Roll < space > Year
এরপর সেন্ড করুন ১৬২২২ নাম্বারে
আলিম (Alim) রেজাল্ট এর জন্য SMS নিয়ম
ALIM < space > MAD < space > Roll < space > Year
এরপর সেন্ড করুন ১৬২২২ নাম্বারে
অনার্স (Honors) রেজাল্ট এর জন্য SMS নিয়ম
NU< space > H1/H2/H3/H4 < space >Registration/Roll
বিঃদ্রঃ অনার্স ১ম বর্ষের জন্য H1, ২য় বর্ষের জন্য H2, ৩য় বর্ষের জন্য H3, ৪র্থ বর্সের জন্য H4 লিখতে হবে।
এরপর সেন্ড করুন ১৬২২২ নাম্বারে
শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
কবিতাঃ মনের কথা
কবিতাঃ মনের কথা |
তোমায় বলা আর হলো না ,
বলতে গেলেই ভয় হয় যদি
করো ছলনা ওগো ললনা ।
ওগো প্রিয়তমা ভুল বুঝে
আমায় ছেড়ে দূরে যেওনা ,
মুখ ফিরিয়ে আর থেকনা
কষ্ট আমায় আর দিওনা ।
আমি তোমার মন পেতে চাই
কোন ছল চাতুরী চাইনা ,
সত্যিকারের প্রেম চাই আমি
বিরহে কাতর যেন হইনা ।
THE END
গল্প: সপ্ন
এক বালক ছিল যার স্বপ্ন ছিল একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় হওয়া।
বালকটি প্রতিদিন তার স্বপ্ন পূরণ হবার জন্য প্রার্থনা করত।
কিন্তু জগন কুঁড়ে ছিল না তাই সে ক্লাবে অনুশীলনও করতো, সে দৌড়াতো, ব্যায়াম করতো এবং ভালো খাদ্য গ্রহণও করতো, এবং সে সর্বদা তার হোমওয়ার্ক শেষ
করতো ।
যাতে তার বন্ধুদের সাথে প্রতি দিনের শেষে ক্রিকেট খেলার জন্য সময় পায়।
একদিন, জগনকে তাঁর
বাবা বললেন যে তাঁরা
তাঁদের বাড়ি ছেড়ে
দেশের থেকে দূরে
ব্রিটেনে সফর করবে।
বালকটি খুব নার্ভাস
হয়ে গিয়েছিল কিন্তু
সে জানতো তাঁর বাবা
তাঁদের পরিবারের
জন্য সেরা কাজটাই
করবে।
তাই জগন তাঁর বাবাকে তাঁদের জিনসপত্র প্যাক করতে সাহায্য করতে লাগল এবং দীর্ঘ সফরের জন্য প্রস্তুত হতে লাগল।
সে তাঁর মাকেও
সাহায্য করেছিল বাড়ি খালি করতে এবং যখন তাঁকে তাঁর বোনকে দেখাশুনা করতে বলা হয়েছে তখনই সে তা করেছে।
যখন পরিবারটি শেষ পর্যন্ত লন্ডনে এসে পৌঁছায়, ছোট্ট জগন দূরে একাকীত্ব অনুভব
করতে লাগল।
কিন্তু সে তাঁর নতুন জীবনে
স্বংকল্পবদ্ধ ছিল আর তাই সে একটা ক্লাব খুঁজে পেল যেখানে সে ক্রিকেট খেলতে পারবে এবং তাঁর স্বপ্ন পূরণ
করা চালিয়ে যেতে পারবে।
সে সর্বদা ক্রিকেট অনুশীলন করতো এবং ব্যায়াম করতো, এবং যখন সে স্থানীয় স্কুলে ভর্তি হয়েছিল সে তখন প্রতিনিয়ত নিশ্চিত হয়ে নিত যে তাঁর
হোমওয়ার্কটি সময়মত
সম্পূর্ণ হয়।
যাতে সে প্রতি দিনের শেষে
ক্রিকেট খেলতে পারে।
জগন আগের মতোই স্বংকল্পে অটল ছিল, এবং সে নিশ্চিত ছিল যে একদিন তাঁর স্বপ্ন পূরণ হবেই।
নতুন স্কুল মজার ছিল।ছোট্ট বালকের শীঘ্রই
নতুন নতুন বন্ধু তৈরী
হলো এবং সময় দ্রুত
বয়ে যেতে লাগলো।
কিন্তু জগনের বন্ধুরা
বুঝতো না কেন সে
ক্রিকেটে এত আগ্রহী
ছিল।
একজন বলল যে,,
"এটা সময়ের অপচয়।'
একজন জিজ্ঞাসা করলো,,
"কেন তুমি তোমার সকল এনার্জি বোকা স্বপ্নের পেছনে খরচ করছো, যা
কখনোই সত্যি হবে
না?"
প্রথমে, জগন এই সকল
প্রশ্নগুলি সহজেই উত্তর দিতে সক্ষম ছিল।
সে জানতো, কি সে চায় এবং সেটা পেতে তাকে কি করতে হবে।
কিন্তু সময় অতিবাহিত হবার সাথে সাথে, প্রশ্নটির উত্তর ক্রমে কঠিন থেকে আরো বেশি কঠিন পরিণত হতে থাকে।
জগনের বন্ধুরা সর্বদা বাইরে গিয়ে মজা করতে পছন্দ করতো, এবং মেয়েদের সাথে কথা বলতে ভালোবাসতো।
তখন জগন তার কাজগুলো করতো।
একদিন, একটা বন্ধু বলল,,
'তুমি তোমার বোকা স্বপ্নটা ভুলে যাও আর আমাদের সাথে সিনেমা দেখতে চলো।'
জগন সিনেমা দেখতে
যেতে চাইছিল কারণ সে সর্বদা কাজ করতে করতে
ক্লান্ত হয়ে গিয়েছিলো।
যখন দেখলো সকলে মিলে সিনেমা দেখতে সকলে মিলে ঘুরতে অনেক মজা। তখন সে তার ক্লাবে ক্রিকেট প্রশিক্ষণ মিস করছিল, এবং পরের দিন আবারো সে প্রশিক্ষণ মিস করতে লাগলো, আবারো তার পরের দিন একইভাবে মিস করতে লাগলো।।
শীঘ্রই জগন তাঁর ক্রিকেট খেলোয়াড় হবার স্বপ্নের কথা সব ভুলে গেল।
বালকটি প্রায়ই তার বাবাকে ক্রিকেট ক্লাবে যাওয়া সম্পর্কে মিথ্যা কথা বলতো।
তখন আসলে সে বন্ধুদের সাথে ঘুরে বেড়িয়ে সময় পার করতে লাগলো। জগন বড় হতে লাগলো এবং তার বন্ধুদের সাথে মিলে আরো বেশি আড্ডা দিতে লাগলো।
এমনকি
সে স্থানীয় দোকান থেকে জিনিস চুরি করতেও লাগলো এবং খুব কুড়ে হয়ে যেতে লাগলো এবং আগের মতো আর তার জীবন সম্পর্কে উৎসাহী ছিল না।
সে কেবল তার ক্রিকেট
শৈলী অনুশীলন করা বন্ধই করে নি, তার স্কুলে যাবার আগ্রহও হারিয়ে ফেললো এবং তার হোমওয়ার্ক
কখনোই সম্পূর্ণ করতো না। সর্বদাই সে তার বন্ধুদের সাথে ঘুরে বেড়াতো।
শিগ্রই স্কুল-জীবন শেষ হয়ে এলো এবং তখন জগন উপলব্ধি করলো সে কি ভুল করেছে।
সে তার পরীক্ষায় খুব খারাপ করলো এবং অন্যান্য অনেকের মতোই কলেজে পড়তে পারলো না।
যখন সে একটা চাকরী পাবার জন্য চেষ্টা করতে
লাগলো তখন কেউ
তাকে চাকরীও দিল না।
কারণ তার কোন
যোগ্যতাই ছিল না।
জগন একটা খারাপ ছেলে হয়ে গেল। সে তার খারাপ কাজ করার জন্য অনুতাপ করতো।
সে এভাবেই তার সময় ও এনার্জি অপচয় করছিল। তাকে এগিয়ে নিয়ে যাবার জন্য কোন স্বপ্নই ছিল না।
একদিন জগনের বাবা তার সাথে কথা বললেন।
তিনি তাঁর ছেলেকে বললেন,,
»"আমার মনে আছে যখন তোমার একটা স্বপ্ন ছিল।"
'তুমি খুবই সংকল্পবদ্ধ ছিলে এবং তুমি প্রার্থনা করতে, কঠোর পরিশ্রম করতে এবং খুব ভালো পুত্র ছিলে।"
তখন ছেলেটির বাবাকে খুব দুঃখিত দেখাচ্ছিল,
তিনি তাঁর মাথা নত
করে রেখেছিলেন।
»'এখন কি হবে তোমার পুত্র?
তুমি যে সমস্যায় আছো, তোমার কোন চাকরী নেই, মনে আছে তুমি তোমার মাকে এবং আমাকে মিথ্যা কথা বলে আজে বাজে ভাবে তোমার সময়গুলি কাটিয়েছিলে।'
জগনের বাবা দীর্ঘ সময় ধরে কথা বললেন। তখন জগন তার বাবার কথায় নিজেকে প্রতিশ্রুতি দিল যে
সে তার জীবন পরিবর্তন করবে, এবং পিতামাতাকে গর্বিত করবে।
পরের দিন, জগন তার প্রাতরাশ তাড়াতাড়ি শেষ করে তার পুরানো ক্রিকেট ক্লাবে গেল।
সে তার কোচকে জিজ্ঞাসা করলো যে সে যদি আরো একবার প্রশিক্ষণ পায়।
বন্ধুত্বপূর্ণ মানুষটি রাজী হল তাকে ফিরিয়ে নিতে।
যেহেতু জগন কঠোর পরিশ্রম করতেন এবং তাঁর ক্রিড়া সম্পর্কে সংকল্পবদ্ধ ছিলেন। আর তাই সে তার
প্রশিক্ষণ আগের মতো করেই শুরু করেছিল।
সে দৌড়ালো এবং ব্যয়াম করলো, সে ভালো খাবার খেলো, তাড়াতাড়ি বিছানায়
শুতে গেল এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠলো, এবং প্রার্থনা করলো যে তার কঠোর কাজ একদিন পুরষ্কৃত হবে।
কিন্তু জগন এটাও বুঝেছিল যে কঠোর পরিশ্রম তার নিজের পুরষ্কার।
সে আবার তার বন্ধুদের থেকে ফিরে এলো যা তার জন্য ভালো ছিল এবং সে তার পুরানো জীবনে
খারাপ কাজ ও সমস্যা
থেকে নিজেকে সরিয়ে
নিলো।
পরিবর্তে,
জগন তার ক্রিকেট খেলোয়াড় হবার স্বপ্লকে আরো একবার আঁকড়ে ধরলো।
বহু বছর পরে, জগন
একজন বিখ্যাত
ক্রিকেট খেলোয়াড়
হলো।
আর যখন একটা ছোট ছেলে ম্যাচের পরে তার কাছে দৌড়ে এসে জিজ্ঞাসা করলো,,
কেমন করে সে এমন হলো?
জগন বলল যে,,
এ সবই একটা স্বপ্ন থেকে শুরু হয়েছিল।
সে আবারো হেঁসে বলল,
'তোমার অবশ্যই এখন একটা স্বপ্ন থাকতে হবে।'
[এ গল্পটির মুলভাব মুলত স্বপ্নকে নিয়ে যা পাঠকদের মনের স্বপ্নকে আরো দৃঢ় করে তুলবে। জীবনে সফল হওয়ার জন্য আমাদের অবশ্যই স্বপ্ন দেখতে হবে। তবে সেটা ঘুমিয়ে ঘুমিয়ে নয়। কঠোর পরিশ্রম আর দৃঢ় ইচ্ছাই মানুষকে তার স্বপ্নের কাছে এগিয়ে নিয়ে যাবে।]
*ভুলত্রুটি মাজনীয়।
*প্রায় ১বছর পর গল্প লিখলাম।
*আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে।
ধন্যবাদ।
আমরা কেন যেন মানুষের চলে যাওয়া মেনে নিতে পারি না ...
আমরা কেন যেন মানুষের চলে যাওয়া মেনে নিতে পারি না ...
"আমরা কেন যেন মানুষের চলে যাওয়া মেনে নিতে পারি না ...
আমাদের মনে হয়, সবই
ঠিকঠাক আছে, তবুও
কেন মানুষ চলে যাবে?
একটা মানুষ কেন চলে
যায়? কখন চলে যায়?
খুব সহজ কথায় যদি
বলি, একটা মানুষ যখন
বিশ্বাস করতে শুরু করে
যে সে আমার সাথে ভালো
থাকবে না, ঠিক তখনই
সে চলে যায় !!
কিংবা একটা মানুষ যখন
বিশ্বাস করতে শুরু
করে, আমার সাথে সে
যতটা ভালো আছে, অন্য
কোন একটা জায়গায়
কিংবা অন্য কোন একটা
মানুষের সাথে সে এর
চেয়েও বেশি ভালো
থাকবে ... তখনই সে চলে
যায় !!
আমরা কি কারো চলে
যাওয়া ঠেকাতে পারি?
আটকে রাখতে পারি?
নাহ ... একটা মানুষের
জন্য আমরা অনেক কিছু
করতে পারি ... অনেক
স্যাক্রিফাইস করতে
পারি, অনেক সাপোর্ট
দিতে পারি ... হাত ধরে
কিংবা কাঁধে হাত রেখে
অনেকটা পথ হাঁটতে
পারি ... সুখ দুঃখ ভাগ
করে নিতে পারি ...
তাকে সমস্ত কিছু
উজাড় করে দিতে পারি
... কিন্তু তারপর?
দিনশেষে একটা মানুষ
কি বিশ্বাস করবে - তা
আমি বদলাতে পারি না !!
দিনশেষে একটা মানুষের
ভালোলাগার জায়গাটা
কোটি টাকা দিয়েও
আমি কিনতে পারি না
... সম্ভব না !!
কারো চলে যাওয়া
ঠেকানোর ক্ষমতা
আমার নেই ... আমি আমার
জায়গা থেকে আমার মত
চেষ্টা করতে পারি ...
কিন্তু ঐ মানুষটা যদি
বিশ্বাস করতে শুরু
করে, আমার সাথে সে
ভালো নেই ... আমার
কোন চেষ্টা, কোন
স্যাক্রিফাইস, কোন
কথা, কোন শব্দ, কোন
অনুরোধ, কোন কান্না -
কোন কিছুই তাকে
স্পর্শ করতে পারবে না !!
না
মানুষকে জোর করে
আটকে রাখা যায় না ...
দিনশেষে মানুষ তার
ভালোলাগার জায়গায়
কোন না কোনভাবে ছুটে
যাবেই ... আর যদি
কাউকে জোর করে
আটকে রাখি, সে
প্রতারণা করবে, হয়
নিজের অনুভূতির সাথে
নাহয় আমার সাথে !!
ঠিক যে মুহুর্ত থেকে
আমি কাউকে আটকে
রাখছি, আমি তাকে
হারিয়ে ফেলছি ...
হয়তো চোখের সামনে
রক্ত-মাংসের একটা
মানুষ দাঁড়িয়ে আছে,
কিন্তু সে মানুষটাকে
আমি খুঁজে পাচ্ছি না ...
সে অন্য কোথাও হারিয়ে
গেছে ... আর আমি তাকে
হারিয়ে ফেলেছি !!
ভেতরে ভেতরে মরে
যাওয়া কত শত মানুষ
আশপাশটায় পৃথিবীর
নিয়মে বেঁচে আছে - তার
হিসেব কেউ জানে না ...
কেউ চলে গিয়ে ভালো
নেই, কেউ চলে যেতে না
পেরে ভালো নেই আর
কেউ কারো চলে
যাওয়াতে ভালো নেই ...
এলোমেলো জটিল সব
হিসেব নিকেশগুলো
শেষমেশ ভালো না থাকার
মিছিলে খুব যত্ন করে
মিলে যায় ... মিলেমিশে
একাকার হয়ে যায়!"""
THE END